মাদারীপুরের কালকিনি উপজেলায় চার মাসের কন্যাসন্তানসহ এক প্রবাসীর স্ত্রী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়া গৃহবধূ নাদিরা বেগম কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে, দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী। তিনি ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের ইসলাম মাতুব্বরের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিরা গত সোমবার (০১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চার মাসের মেয়েকে কোলে নিয়ে বাড়ি থেকে বোনের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও তার দেখা মেলেনি।
নাদিরার শ্বশুরবাড়ির বড়বোন রাশিদা বেগম জানান, আমাদের বাড়ি থেকে নাদিরা সোমবার সকাল ৯টার দিকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। পুলিশের পাশাপাশি প্রশাসনের সহযোগিতাও চাই।
পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানায় দায়িত্বরত কর্মকর্তা (ওসি) একেএম সোহেল রানা সাংবাদিকদের বলেন, নাদিরা বেগমকে উদ্ধারের জন্য সাধারণ ডায়েরির সূত্র ধরে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে, নিখোঁজের ঘটনায় শিশুসহ গৃহবধূর নিরাপত্তা সংকটের মধ্যে রয়েছে। থানার পাশাপাশি স্থানীয় প্রশাসনও খোঁজাখুঁজির কার্যক্রম তৎপর রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন