নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ সাজিবুর রহমান (৬১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বড়ালু পাড়াগাঁও এলাকা থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত সাজিবুর রহমান ওই এলাকার মৃত রহমতউল্লাহ আড়ৎদারের ছেলে।
র্যাব-১১ জানায়, মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য সাজিবুর রহমান দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
বুধবার রাতে র্যাব-১১-এর সিপিসি (নারায়ণগঞ্জ) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাজিবুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সাড়ে ৭০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, সাড়ে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি সাজিবুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন