বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১১:২০ এএম

ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীতের তীব্রতা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১১:২০ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। সকালে রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে বাতাসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.০ ডিগ্রি সেলসিয়াস।

চলতি বছর কিছুটা দেরিতে শীত শুরু হয়েছে। ইতোমধ্যে সূর্যের তাপ কমতে শুরু করেছে এবং রাতে প্রচুর পরিমাণে কুয়াশা ঝরছে। ফলে ঠান্ডা অনুভূত হওয়ায় মানুষকে কম্বল ও কাঁথা ব্যবহার করতে হচ্ছে।

শীতের প্রভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ওয়ার্ডে শয্যাসংখ্যার তুলনায় কয়েক গুণ বেশি শিশু রোগী ভর্তি রয়েছে। এসব রোগীর চিকিৎসা দিতে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

তীব্র শীত উপেক্ষা করে খেটে খাওয়া মানুষ ধান কাটা-মাড়াই ও আলু রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে শীত বাড়ায় শহরের পুরোনো কাপড়ের হকার্স মার্কেটের দোকানগুলোতে নিম্নআয়ের মানুষের ভিড় বাড়ছে। তবে সামর্থ্যবান মানুষ নতুন লেপ-তোশক বানানোর জন্য লেপ-তোশকের দোকানগুলোতে ভিড় করছেন। এখনো সরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, শীতপ্রবণ ঠাকুরগাঁও জেলার মানুষের সহায়তার জন্য ইতোমধ্যে ৫০ হাজার কম্বলের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সে মোতাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতি উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে। এসব টাকা দিয়ে কম্বল কিনে সাধারণ শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলায় আবহাওয়া অফিস না থাকলেও পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে আজ সকাল ৯টায় বাতাসের তাপমাত্রা ১২.০২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!