ঝিনাইদহে প্রতিবেশীর খাটের নিচ থেকে সাইমা আক্তার ছাবা (৪) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে পৌরসভার পবহাটী গ্রামের ঈদগাঁ পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত শিশু একই এলাকার ভ্যানচালক মো. সাইদুল ইসলামের মেয়ে।
এ ঘটনায় সাইদুল ইসলামের প্রতিবেশী আখতারুজ্জামান মাসুদের স্ত্রী সান্তনা খাতুনকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঝিনাইদহ সদর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, সাইমা আক্তার ছাবা সকাল থেকে নিখোঁজ ছিল। আশপাশের পুকুর, বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। সারাদিন মাইকিং করা হয়। পরে রাতে সাইদুল ইসলামের প্রতিবেশী সান্তনা খাতুনের বাড়ি থেকে পুলিশ ছাবার মৃতদেহ উদ্ধার করে।
নিহত শিশুর বাবা সাইদুল ইসলাম বলেন, সকালে মেয়ে আমাকে ঘুম থেকে তুলে আমার মুখে চুমু দেয়। তারপর বলে, ‘আব্বু কাজে যাবে না? আমার জন্য মিষ্টি কিনে আনতে হবে না?’ তার কথা শুনে আমি দ্রুত উঠে পড়ি। পরে ভ্যান নিয়ে কাজে বের হওয়ার সময় মেয়েকে ভ্যানে উঠিয়ে একটু ঘুরিয়ে নামিয়ে দিই।
সে তার মাকে বলে, ‘আম্মু, তুমি ভাত রান্না করো। রান্না শেষে আমাকে ডাক দিও, আমি বাইরে খেলছি।’ পরে আমার স্ত্রী মেয়েকে ডাক দিয়েও আর পায়নি। তখন আমার ছেলে আমাকে জানায়, ছাবাকে পাওয়া যাচ্ছে না।
আমি বাড়িতে এসে স্থানীয়দের সঙ্গে বাড়ির পাশের বিভিন্ন পুকুরসহ আশপাশের সব জায়গায় খুঁজি, কিন্তু কোথাও পাইনি। পরে থানায় জিডি করি, মাইকিং করি। তবুও মেয়েকে পাইনি।
আমি প্রতিবেশী আখতারুজ্জামান মাসুদের বাড়িতেও মেয়েকে খুঁজতে গিয়েছিলাম। তখন মাসুদের স্ত্রী আমাকে জানায়, আমার মেয়ে তাদের বাড়িতে আসেনি। আমার সন্দেহ হয়, কারণ পাড়ার সবাই আমার মেয়েকে খুঁজছে, কিন্তু মাসুদের স্ত্রী খোঁজে অংশ নিচ্ছিল না।
পরে রাতে পুকুরপাড়ে আবার যাই। সে সময় দেখি, মাসুদের স্ত্রী একটি বস্তা নিয়ে কোথায় যেন যাচ্ছে। আমি চিৎকার দিলে সে দৌড়ে ঘরে চলে যায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার ঘরের খাটের নিচ থেকে আমার মেয়ের লাশ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন বলেন, ছাবা নামের শিশুটি সকাল থেকে নিখোঁজ ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় থাকা সব পুকুর তল্লাশি করা হলেও তাকে পাওয়া যায়নি। রাতের দিকে আমরা খবর পাই, সাইদুল ইসলামের প্রতিবেশীর বাড়িতে মৃতদেহ পাওয়া গেছে।
ঘটনা কীভাবে ঘটেছে, তা এখনই বলা সম্ভব নয়। বিষয়টি তদন্তাধীন। সম্ভাব্য আসামিকে হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন