তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ে নিজ নিজ আচার অনুযায়ী প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার প্রধান উপদেষ্টাকে রিসিভ করেন।
আওয়ামী লীগ সরকারের সময় দুই মামলায় দণ্ডিত হয়ে দুই বছরের বেশি কারাবন্দি ছিলেন খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ করোনাকালে নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর প্রতি ছয় মাসে আবেদন অনুযায়ী মুক্তির মেয়াদ বাড়ানো হলেও বিদেশে চিকিৎসার অনুমতি মেলেনি।
দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা রোগে ভুগছেন তিনি। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। এ বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।
সবশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন