গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে জাহিদুল আহসান জিহাদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল আহসান জিহাদ টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার মাগরিবের নামাজের পর নিহত জিহাদ তার মার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে পলিটেকনিকের চতুর্থ সেশনের ফি রকেটের মাধ্যমে জমা দেওয়ার জন্য কলেজ রোডের দিকে আসছিলেন। পথে আউচপাড়ার সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে ঢুকলে অজ্ঞাতনামা ৪-৫ জন জিহাদ ও তার বন্ধু রহমান, আরিফ হোসেনের গতিরোধ করে। এ সময় রহমান এবং আরিফ হোসেন দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে জিহাদকে একা পেয়ে তারা ছুরিকাঘাত করে। এ সময় আহত জিহাদ তাদের ধাওয়া করার চেষ্টা করলে অধিক রক্তপাতে ফুটপাতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ভিকটিম জিহাদ মারা যান।
পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গভীর রাতে অভিযান চালিয়ে এরশাদ নগর এলাকা থেকে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. আবদুল্লাহ টঙ্গী এরশাদনগর এলাকার মৃত ফজল মিয়ার ছেলে, মো. স্বাধীন টঙ্গী এরশাদ নগর এলাকার মো. হারুন মিয়ার ছেলে ও আলামিন একই এলাকার নাসির মল্লিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক মো. আবু হানিফ মিয়া।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন