মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১১:১১ পিএম

রাতের আঁধারে পাচারের সময় ১৮ বস্তা সারসহ ভ্যান আটক

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১১:১১ পিএম

সারসহ ভ্যান আটক। ছবি- রূপালী বাংলাদেশ

সারসহ ভ্যান আটক। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রাতের আঁধারে ভ্যানে করে সার পাচারের সময় একটি ভ্যানে থাকা ১৮ বস্তা সারসহ আটক করেছে স্থানীয় কৃষকরা।

সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ের পূর্ব পাশে সাহা ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষকরা জানান, সার সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ থেকে তারা এ পদক্ষেপ নিয়েছেন।

স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘সাহা ট্রেডার্সের সামনে চারটি ভ্যানে সার লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা কয়েকজন মিলে একটি ভ্যান আটক করতে সক্ষম হই, তবে বাকি তিনটি ভ্যান দ্রুত সরে পড়ে।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘জমিতে সার প্রয়োগের জন্য দীর্ঘসময় লাইন ধরেও আমরা সার পাচ্ছি না। অথচ ডিলাররা রাতে গোপনে খুচরা পাইকারদের কাছে বেশি দামে সার বিক্রি করছে। আমরা সাহা ট্রেডার্সের মালিক বিশ্বজিৎ সাহার ডিলারশিপ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

বড়বাড়ী ইউনিয়নের কৃষক এনামুল হক বলেন, ‘রাতে চারটি ভ্যানে করে সার পাচার হচ্ছিল। আমরা গিয়ে একটি ভ্যানসহ সার আটক করি। এই ধরনের অসাধু ডিলারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

এ বিষয়ে সাহা ট্রেডার্সে গিয়ে মালিক বিশ্বজিৎ সাহাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে এখন জানলাম। আমি উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেব। তিনি তদন্ত করে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!