পিরোজপুরের মঠবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান মালামালসহ ভস্মীভূত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত ১২টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর জামে মসজিদ সংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে শহরের দক্ষিণ বন্দর মহল্লার একটি মার্কেটে আগুন জ্বলতে দেখেন নৈশপ্রহরীরা। খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসার আগেই পাঁচটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মুদি, চায়ের দোকান ও হস্তশিল্প দোকানে মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগুনে সর্বস্বান্ত হয়ে পথে বসে বসেছেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. কালাম মিয়া বলেন, আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান মালামালসহ পুড়ে গেছে। আনুমানিক ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন