রাজশাহীর পুঠিয়ায় কালীপূজার দিন নিখোঁজ হওয়া রমনী (৬৫) নামের এক নারীর লাশ ৪ দিন পর ঝলমলিয়া মুসা খাঁ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহত রমনী ঝলমলিয়া এলাকার পাহাড়িয়া গোত্রের শুম্ভুর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রমনী গত ২১ অক্টোবর (মঙ্গলবার) নিখোঁজ হন। পরিবারের লোকজন চার দিন ধরে তাকে খোঁজাখুঁজি করেও পাননি। অবশেষে শুক্রবার নদীতে তার মরদেহ ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়।
নিহতের স্বামী শুম্ভু জানান, ‘কালীপূজার দিন আমরা দুজন একসাথে আনন্দ করে ভরপুর নেশা করেছিলাম। এরপর আমি তাকে বাসায় রেখে পেয়ারার বাগান পাহারা দিতে যাই। ফিরে এসে আর তাকে খুঁজে পাইনি।’
নিহতের ছেলে সুজন বলেন, ‘সেদিন মা-বাবা দুজনেই নেশাগ্রস্ত ছিলেন। পড়ে গেলে আমি তাদের বাসায় এনে রাখি। পরে বাবা বের হয়ে যায়, কিন্তু মা আর বাসায় ছিলেন না। চার দিন খোঁজার পর শুক্রবার নদীতে ভাসমান অবস্থায় দিদি লাশ দেখতে পায়।’
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে তদন্ত চলমান। রিপোর্ট পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন