ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিআর কাবিখার ৪ কোটি টাকার প্রকল্প নিয়ে ইউএনও-পিআইওর মাঝে দ্বন্দ্ব চলছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পিআইওর বিরুদ্ধে উপজেলার ইউপি চেয়ারম্যানগণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা/কাবিটা ২০২৪-২৫ অর্থবছরের প্রকল্পে ২৫% নগদ অর্থ ঘুষ এবং সরকারি নিয়ম ছাড়াই ১৫% ভ্যাট, আয়কর ও প্রত্যেক প্রকল্পের মাস্টাররোল জমার নাম করে আরও ৩ হাজার টাকা করে প্রতি প্রকল্পে আদায়ের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, গত শুক্রবার আমার অনুপস্থিতিতে ইউএনও সানজিদা রহমান স্যার ও নাজির মাজহার করিম আমার অফিসে বসে ৪ কোটি টাকার প্রকল্পের তালিকা প্রস্তুত করে আমাকে তালিকায় স্বাক্ষর করতে বলেন। আমি প্রকল্পের তালিকা যাছাই-বাছাই করে স্বাক্ষর করার কথা বলায় ইউএনও আমার ওপর ক্ষিপ্ত হন।
ইউএনও সানজিদা রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ৪ কোটি টাকার প্রকল্পের ৮০ ভাগ ইউনিয়ন চেয়ারম্যানদের তালিকা মাফিক বাস্তবায়নের নিয়ম। ২০ ভাগ উপজেলা পরিষদের প্রকল্প। এ প্রকল্পের তালিকা প্রস্তুত করে পিআইওকে স্বাক্ষর করতে বলায় তিনি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান।
অফিস বন্ধের দিনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে বসে তালিকা প্রস্তুতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পিআইও অফিসে তো আমি যেতেই পারি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন