লালমনিরহাট সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ অক্টোবর) পৃথক তিনটি অভিযানে ভারতীয় ৮টি গরু, ৫১ বোতল ফেন্সিডিল, ২০ বোতল ইস্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবির তথ্য অনুযায়ী, হাতীবান্ধার উত্তর ঝাউরানী, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট জিরো পয়েন্ট এবং কুড়িগ্রামের ফুলবাড়ীর গংগারহাট এলাকায় টহল পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারীদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা গরু ও মাদকদ্রব্যসহ মোটরসাইকেল উদ্ধার করে। চোরাকারবারীদের হাত থেকে উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১১ লাখ ৮ হাজার ৪০০ টাকা বলে জানায় বিজিবি।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকপ্রবাহ রোধে টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, চোরাচালান সংক্রান্ত তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                            -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন