মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যার পর জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন (৫০) ওই ইউনিয়নের গাড়াকুল এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, ‘গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল (সোমবার) তাকে আদালতে প্রেরণ করা হবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন