লিটার-প্রতি দুধের মূল্য বৃদ্ধি (৬০ টাকা) করাসহ ছয় দাবিতে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের সমবায়ী খামারিরা। রোববার (০২ নভেম্বর) সকাল থেকে সমবায়ীরা তাদের খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করলেও তারা সেই দুধ মিল্কভিটায় সরবরাহ করেননি। তাদের উৎপাদিত দুধ খামারিরা স্থানীয় ঘোষদের কাছে বিক্রি করছেন।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের আহ্বায়ক আব্দুর রাজ্জাক জানান, ক্রমাগতভাবে গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পেলেও সেই অনুপাতে দুধের দাম বাড়ায়নি মিল্কভিটা কর্তৃপক্ষ। বর্তমানে মিল্কভিটা কর্তৃপক্ষ দুধের দাম দিচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা। মিল্কভিটা কর্তৃপক্ষের কাছে দুধের দাম ৬০ টাকা করার দাবি জানানো হয়েছে। ‘আমাদের দাবিগুলো পূরণ হলেই দুধ সরবরাহ করা হবে’ বলে তিনি জানান।
শাহজাদপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন জানান, শাহজাদপুর উপজেলায় ছোট-বড় মিলে প্রায় ৩০ হাজার গো-খামার আছে। প্রতিদিন এসব খামার থেকে প্রায় ৫ লাখ লিটার দুধ উৎপাদন হয়। এসব দুই সমবায়ী খামারিদের মাধ্যমে মিল্কভিটা, বিভিন্ন দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠান, স্থানীয় ঘোষসহ মিষ্টির দোকানদারদের কাছে বিক্রি করে। সমবায়ীরা জানান, তাদের দাবিগুলো মানা হলে পুনরায় তারা মিল্কভিটায় দুধ সরবরাহ করবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন