গত কয়েকদিনের তীব্র বৃষ্টি ও দমকা হাওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রোপা আমন ধান ও সবজি খেত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এতে উপজেলার হাজারো কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
সোমবার (৩ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, উপজেলার ধামাইনগর, সোনাখাঁড়া, পাঙ্গাশি, ধুবিল, চান্দাইকোনা ও নলকা ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমির রোপা আমন ধান বাতাসে লুটিয়ে পড়েছে। নিচু এলাকার ধান পানিতে তলিয়ে গেছে। অনেক জায়গায় গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বেগুন, মরিচ, লাউ, শাকসবজি ও অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
ক্ষতির পরিমাণ কমাতে কৃষকেরা এখন মাঠে পড়ে থাকা ধানগাছগুলো পুনরায় দাঁড় করিয়ে দিচ্ছেন।
স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, হঠাৎ বৃষ্টি ও বাতাসে তাদের বছরের পরিশ্রম ও স্বপ্ন ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। তবে রোদ উঠলে এবং পানি কমলে হয়তো কিছু ফসল বাঁচানো সম্ভব হবে।
ধামাইনগর ইউনিয়নের কৃষক আব্দুল হামিদ বলেন, ‘আমি এক বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম। এখন সব ধান পানিতে ডুবে গেছে। স্ত্রী-সন্তান নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না। একই এলাকার কৃষক সাইফুল ইসলাম বলেন, দু-এক দিনের মধ্যে পানি না নামলে শুধু ধানই নয়, পাশের সবজিগাছও পচে যাবে।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, ভারি বৃষ্টি ও দমকা বাতাসের কারণে উপজেলার প্রায় ১২০ হেক্টর জমির রোপা আমন ধান এবং ৬ হেক্টর জমির সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি পড়ে যাওয়া ধানগাছ গুচ্ছ করে বাঁধতে, যাতে পচে না যায়। ক্ষতির তালিকা প্রস্তুত করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন