বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১২টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের তিষীগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক দুপচাঁচিয়া পৌর পূর্ব মাস্টারপাড়া এলাকার আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে লাদেন (২৩)।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, ভিকটিম লাদেন ২৪ শে আহত জুলাই যোদ্ধা ছিলেন।
উল্লেখ্য, বগুড়া-নওগাঁ মহাসড়কের মাঝামাঝি, দুপচাঁচিয়া তিষীগাড়ি নামক স্থানে অতিরিক্ত ভাঁজ থাকার কারণে রাস্তার দুপাশে আইল্যান্ড না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে।
এলাকার জনগণ জেলা প্রশাসক ও থানা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবি জানাচ্ছেন, রাস্তার দুই পাশে দুইটি স্প্রিড ব্রেকার বসানোর জন্য। এতে অনেকাংশে দুর্ঘটনা কমানো সম্ভব হবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন