গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেট এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। হঠাৎ করে গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন স্থানীয়রা। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর সদর ফায়ার সার্ভিসের দুটি এবং উত্তরা ফায়ার সার্ভিসের দুটিসহ মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তাপে আশপাশের দোকান ও বাড়ির মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
টঙ্গী ফায়ার সার্ভিসের জোষ্ঠ্য কর্মকর্তা মোঃ শাহিন আলম বলেন, গুদামে প্রচুর তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে। তবে আশেপাশের অন্যান্য স্থাপনা ও গুদামে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন