মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক সরদার (৪৮) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। তিনি মৃত খালেক সরদারের পুত্র ও এনায়েতনগর মাঝের কান্দি গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কালকিনি থানার ওসি কে.এম. সোহেল রানা বলেন, সিদ্দিক সরদারের বিরুদ্ধে পূর্বের চাঁদাবাজির একটি মামলাও রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন