নিজ নির্বাচনি এলাকা ফরিদপুর-২ আসনে ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে সেদিকে দলীয় সব নেতাকর্মীকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
রোববার (৯ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক প্রায়ত আসাদ মাতুব্বরের বাড়ি উপজেলার গোয়ালপাড়া গ্রামে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এই নির্দেশনা দেন।
তিনি বলেন, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে যারা দলের সাথে বেইমানি করে নাই, দল তাদের কথা মনে রাখবে। স্বৈরাচার পতনের পর আমাদের একটা সুযোগ আসছে সুষ্ঠু নির্বাচনের। এখন সবাই যার যার নিজের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে।
তিনি আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। নির্বাচনে বহু দলের প্রার্থী থাকবে তাতে কোনো সমস্যা নেই। ফরিদপুর-২ আসনেও এমপি অনেক প্রার্থী রয়েছে। সব প্রার্থীকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের জন্য দোয়া থাকবে। কিন্তু যারা স্বৈরাচার আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী, তারা যদি এখন উন্নয়নের কথা বলে তাহলে তো হাসি লাগে।
নির্বাচন নিয়ে শামা ওবায়েদ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে আর আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে সালথায় অনেক উন্নয়ন করা হবে। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিনুজ্জামান, মুরাদ মাতুব্বর, যুবদল নেতা হাসান আশরাফ, মাহফুজ খান প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন