নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ভুঁইগড় পুরানবাজার এলাকার মোহাম্মদ নিজাম ওরফে সাউদ (৬০), ধর্মগঞ্জ এলাকার সাইফুল ইসলাম (৪২), মো. আবু বক্কর সিদ্দিক (৪৫), পিলকুনি এলাকার মো. সানি মোল্লা (২৪), তল্লা বড় মসজিদ এলাকার মিজানুর রহমান ফাহিম ওরফে ‘সুইচ গিয়ার ফাহিম’ (৩০) এবং পশ্চিম তল্লা এলাকার আকাশ (২৭)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া তারা এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।’
তিনি আরও জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন