ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ফটিকছড়িতে ইলেকট্রিশিয়ানকে পিটিয়ে হত্যা

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৬:২৭ এএম
হাসপাতালে চিকিৎসাধীন নিহত আব্দুল্লাহ আল মাসুদ

চট্টগ্রামের ফটিকছড়ির পৌরসভার উত্তর ধুরুং এলাকায় এক ইলেকট্রিশিয়ানকে ডেকে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে ওন্দা মিয়ার বাপের বাড়ির ছাদে এই নির্মম ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মাসুদ (৩২) স্থানীয় বাসিন্দা মো. মোজাহেরের ছেলে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই আব্দুল্লাহ আল রাশেদ বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন।

 মামলায় মো. ওসমান (২৭) ও মো. আফাজ উদ্দিন (৩১)'কে প্রধান আসামি করা হয়েছে; অজ্ঞাত আরও ৪–৫ জনকেও এতে জড়ানো হয়েছে।

বাদীর অভিযোগ, মুনাফখীল মাদ্রাসা থেকে ফেরার পথে ওসমান কৌশলে মাসুদকে ছাদে ডেকে নেয়। সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা আসামিরা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মাথা, চোখ, হাত-পায়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করেন।

ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ জানান, ঘটনার পরপরই মামলা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।