বরগুনায় প্রথম নারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হয়েছেন তাসলিমা আক্তার। গত শনিবার (৯ নভেম্বর) রাতের সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি বরগুনা জেলা প্রশাসক হিসেবে পদায়ন হবেন।
তাসলিমা আক্তার বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের ২৯ ব্যাচের কর্মকর্তা। তিনি আগে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় ১৪ জন জেলা প্রশাসকের বদলীর প্রজ্ঞাপন জারি করেছে। এতে বরগুনা জেলার জেলা প্রশাসক হিসেবে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহের আগের প্রজ্ঞাপন বাতিল করা হয় এবং তাসলিমা আক্তারকে বরগুনায় দায়িত্বভার প্রদান করা হয়েছে।
বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবে বদলী করা হলেও তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
একটি সূত্র জানায়, বিগত সরকারের সময় যারা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদেরকে জেলা প্রশাসক হিসেবে পুনর্নিয়োগ দেওয়া হচ্ছে না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন