গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি যাত্রীর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে কোনাবাড়ীর একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, নীলফামারী জেলার তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে বকুল মিয়া (৩৫)। আহতরা হলেন- হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) এবং হাবিব (১৩)। তারা একই পরিবারের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে বকুল মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের আরও তিনজন আহত হন। নিহত বকুল মিয়া স্বপরিবারে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন