যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে গিয়ে একসঙ্গে বিষপান করেছেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা। এতে প্রেমিক সাদিকুর রহমান (২৫) মারা গেছেন। শনিবার (১৫ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সাদিকুর ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে। তার প্রেমিকা বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্মহননকারীর স্বজন তরিকুল ইসলাম জানান, এক পুত্রসন্তানের জনক সাদিকুর রহমান মুঠোফোনে পরিচিত হন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মুরুচিয়া গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীর (২০) সঙ্গে। কথোপকথনের মধ্য দিয়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে সাদিকুরের পরিবারে অশান্তি শুরু হয়।
তিনি জানান, ১২ নভেম্বর প্রেমিক যুগল বাড়ি থেকে বের হওয়ার পর পরিবারে আর কোনো যোগাযোগ ছিল না এবং তাদের ফোন নম্বরও বন্ধ ছিল।
তরিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার তারা যশোর শহরতলীর শানতলায় অবস্থিত বিনোদিয়া ফ্যামিলি পার্কে বেড়াতে আসেন এবং সেখানে একসঙ্গে বিষপান করেন। উপস্থিত দর্শনার্থীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তিনি বলেন, পরে সাদিকুরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। রাত ৮টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তরিকুল ইসলাম জানান, বিষপানের পর সাদিকুরের অবস্থাই ছিল গুরুতর, তবে তার প্রেমিকা মোটামুটি সুস্থ ছিলেন। পারিবারিকভাবে সম্পর্ক মেনে না নেওয়ায় হতাশ হয়ে তারা পার্কে বসে বিষপান করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে, তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাতও জানান, বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপানের ঘটনাটি সত্য। প্রেমিক খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তারা নিশ্চিত হয়েছেন।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন