রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৬:৩৫ পিএম

বাংলাদেশি ২৯ জেলেসহ ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৬:৩৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারণে পথ হারানো চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলারকে ২৯ জেলে-মাঝিসহ আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড। শনিবার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে ট্রলারটি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। আটক হওয়া ট্রলারের নাম ‘আমানা গণি’।

ট্রলারটির মালিক সৈয়দ নূর জানান, গত ১২ নভেম্বর চট্টগ্রামের ফিশারিঘাট থেকে ট্রলারটি সাগরে রওনা দেয়। মহেশখালীর ধলঘাটা থেকে যাত্রাবিরতির পর ১৩ নভেম্বর সকালে ট্রলারটি গভীর সাগরে মাছ ধরতে যায়। এতে দুই মাঝি, এক চালকসহ মোট ২৯ জন জেলে ছিলেন।

ট্রলার মালিক জানান, শনিবার রাতে মাঝিদের কাছ থেকে তারা জানতে পারেন- ঘন কুয়াশার মধ্যে পথ হারিয়ে সীমান্তের কাছাকাছি চলে গেলে ভারতীয় কোস্ট গার্ড ট্রলারটি আটক করে। তিনি জানান, বিষয়টি মৎস্য অধিদপ্তরকেও অবহিত করা হয়েছে। তবে কেন তাদের আটক করা হয়েছে সে বিষয়ে মালিকপক্ষ নিশ্চিত নয়।

আটক জেলেদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ জাহাঙ্গীর, তাঁর ভাই আবু বক্কর, চালক ফেরদৌস, সায়েদ আলী, বখতিয়ার আলম, শহিদুল্লাহ, আবু ছৈয়দ নূরী, সাইফুল ইসলাম, তাহসীন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, মিন্নাতু, মোহাম্মদ তারেক, ফুতু আলম, সাজ্জাদ, নেছার আহমদ, সালমান, জসিম উদ্দিন, কালু মিয়া, মিজান, আরাফাত, হারুন, মিঠু, হাসান, পারভেজ ও তৈহিদসহ মোট ২৯ জন।

চট্টগ্রাম সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার বলেন, ‘বিষয়টি ভিন্ন মাধ্যমে শুনেছি। ট্রলারের মালিকপক্ষ এখনো লিখিতভাবে অবহিত করেননি। লিখিত অভিযোগ পেলে ট্রলার উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!