নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার হাসান আরিফ। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে হাসান আরিফকে পুরস্কার, পদক এবং ৫০ হাজার টাকার সম্মানীর চেক দেওয়া হয়। এতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‘রপ্তানি প্রণোদনার বিকল্প খুঁজছে সরকার’ শিরোনামে দৈনিক রূপালী বাংলাদেশে প্রকাশিত সংবাদের জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন হাসান আরিফ।

এর আগে, তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)-এর অবজেকটিভ ইকোনমিকবিষয়ক সেরা রিপোর্ট-২০১০। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইইআরএফ) সাধারণ অর্থনীতিবিষয়ক সেরা রিপোর্ট-২০১১, বিসিসিসিআই-ইআরএফ-এর ব্লু ইকোনমিবিষয়ক অ্যাওয়ার্ড এবং এসএমই ফাউন্ডেশন-ইউআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সংগঠন থেকে একাধিক পুরস্কার এবং সংবর্ধনা পেয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন