শেরপুরের নকলায় ভারতীয় মদ পাচারের সময় ৯ বোতল মদ এবং একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে নকলা থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শেরপুর সদর উপজেলার অন্ধারিয়া গ্রামের কামারপাড়ার সিরাজ মিয়ার ছেলে হানিফ মিয়া (৪০) এবং একই গ্রামের আবদুস ছালামের ছেলে নুরুজ্জামান (৪৫)।
নকলা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সন্দেহজনক মোটরসাইকেলটির গতিরোধ করা হয়। তল্লাশিতে চালক ও আরোহীর হেফাজত থেকে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ওসি আরও জানান, রোববার (১৬ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন