মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানার বিপরীত পাশে লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পরিবহনের সাথে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
সিএনজি স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় থাকা তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে তাদের কাছে থাকা ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, জব্দকৃত ফেনসিডিলের মোট পরিমাণ প্রায় ৪০ হাজার মিলিলিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা। গ্রেপ্তার তিনজন হলেন, শমসের আলী (৩২), মো. রানা (৩৮) ও অছির উদ্দিন (৪০)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকবিরোধী এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ঘটনায় পদ্মা সেতু (উত্তর) থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন