ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। পরিশ্রমী মানুষ কখনো বিফল হয় না। তাই পরনিন্দায় ব্যস্ত থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট করা যাবে না। পরনিন্দা থেকে বিরত থেকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে হবে।
বুধবার (১৯ নভেম্বর) সিলেট জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসা হযরত শাহজালাল (রহ.)-এর শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, মোবাইল মানুষের মূল্যবান সময় কেড়ে নেয়। মোবাইলে অহেতুক সময় কাটানোর চেয়ে দীনি কাজে নিজেদের নিয়োজিত রাখা হবে মঙ্গলজনক।
আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের জীবনে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও শৃঙ্খলার জন্য ধর্মীয় জ্ঞান গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে। যত বেশি আলেম সংসদে প্রতিনিধিত্ব করবে, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে, তত বেশি এ দেশের উন্নতি সাধন হবে।’
মতবিনিময় সভায় মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. মাশরুখ উদ্দিন, মুহাদ্দিস মাওলানা জুনাইদ আহমদ বক্তৃতা করেন। এ সময় প্রাক্তন জেলা জজ কাউসার আহমদসহ মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে উপদেষ্টা হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

-20251119144739.webp)
-20251119201249.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন