বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ির ৪২ নম্বর সীমান্ত পিলারের কাছে মনজয় পাড়া এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে একজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং চার জন বিজিপির সদস্য। তারা হলেন মিয়ানমার সেনাবাহিনী সদস্য মিন মিন ও (৪২), মিয়ানমার বিজিপির সদস্য ক্যজয় লিন (৩২), অংসান থ (৩২), শৈথুরা (৩৮), কক সিন (৩৫)।
কক্সবাজার বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী পদক্ষেপ আইনি প্রক্রিয়া অনুসারে নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন