দীর্ঘ দুই বছরের কঠিন অপেক্ষা ও নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পেশাদার ফুটবলে ফিরলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পল পগবা। শনিবার রাতে এএমএস মনাকোর জার্সিতে মাঠে নামেন ৩২ বছর বয়সি এই তারকা।
পগবার প্রত্যাবর্তন ম্যাচটি অবশ্য মনাকোর জন্য সুখকর হয়নি। সেবাস্তিয়াঁ পোচোগনোলির দল ঘরের মাঠে হাবিব বয়ে’র শক্তিশালী রেন দলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়।
পগবা যখন মাঠে নামেন, তখন মনাকো পিছিয়ে এবং দলের খেলোয়াড় ডেনিস জাকারিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় দলটি দশ জনে খেলছিল। খেলার একদম শেষদিকে প্রায় দশ মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পান এই ফরাসি মিডফিল্ডার।
ম্যাচ শেষে পগবা জানান, এখনো তিনি পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নন। তবে এত দীর্ঘ বিরতির পর পেশাদার ফুটবলে ফিরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
তিনি আরও বলেন, ‘আমি কখনো ভয়ে ভুগিনি যে আমি সর্বোচ্চ পর্যায়ে ফিরতে পারব না। না হলে আমি অবসরের সিদ্ধান্তই নিতাম। আমি প্রতিযোগী, ফুটবল শেষ হয়নি। আমরা দুই বছর ধরে অপেক্ষা করেছি, আজ সেটা বাস্তব হয়েছে, আলহামদুলিল্লাহ।’
গত দুই বছর আগে জুভেন্টাসে খেলার সময় ডোপিং-এর অভিযোগে হঠাৎ করে খেলার বাইরে চলে যান পগবা।
এই অভিযোগের বিষয়ে তিনি দৃঢ়ভাবে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি আমার ওপর বিশ্বাস করি। আমি জানি আমি কিছু ভুল করিনি, এটি আমার দায় ছিল না। তাই সবসময় আশা ছিল।’
এই কঠিন সময়ে ডোপিং-এর বাধা ছাড়াও অস্ত্রধারীদের দ্বারা অপহরণের ঘটনায় তিনি ‘সর্বাধিক কষ্ট ভুগেছেন’ বলে উল্লেখ করেন। তবে ঈশ্বরের কৃপায় তিনি সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছেন বলেও জানান।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন