সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৪:৩৪ পিএম

সওজের জায়গা দখল করে মার্কেট নির্মাণকালে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৪:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় অবৈধভাবে স্থাপনা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সজল (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত ও আরও একজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত সজল পাবনার সাথিয়ার আমাইখোলা এলাকার বাতেনের ছেলে। তবে আহত ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি। রোববার (২৩ নভেম্বর) রাতে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা-সিলেটে মহাসড়কের অধিগ্রহণকৃত জমিতে পাঁচরুখী গ্রামের মোসলেমের ছেলে মো. জসিম পল্লী বিদ্যুৎ এর ৩৩০০০ কেভির তিনটি সঞ্চালন লাইনের নিচে বহুতল ভবনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সাথে লোহার স্পর্শ হওয়ায় বিদ্যুতায়িত হন সজল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

হাজী আব্দুল মালেক প্রধান মডেল হাসপাতালের চেয়ারম্যান আল-আমিন প্রধান বলেন, জসিমের জমিটি রোডস অ্যান্ড হাইওয়ের। অবৈধ ভাবে ও তাড়াতাড়ি বহুতল ভবন নির্মাণ করতে গিয়ে এ ঘটনা ঘটান। গত ২০ নভেম্বর এ জমিতে কাজ করতে পল্লী বিদ্যুৎ এর খুঁটির নিচে ব্যাচ করতে গিয়ে ৩৩০০০ কেভির সঞ্চালন লাইনের খুঁটি হেলে যায়। এতে আমার হাসপাতালের প্রায় দেড় কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও এসি নষ্ট হয়ে যায়।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ-২ (সাওঘাট) অফিসের ডিজিএম আলাউদ্দিন জানান, আমারা বিদ্যুৎ লাইন বন্ধ করে খুঁটি সোজা করে দিয়েছি। বিদ্যুৎ তাড়িত হয়ে সজল নিহত হওয়ার ঘটনাটি আমার জানা নেই।

নির্মাণাধীন ভবনের মালিক জসিমের ছেলে শান্ত জানান, এটা আমাদের জমি। এ জমি অধিগ্রহণ হয় নাই।

আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন খন্দকার বলেন, ঘটননাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে নিহতের লাশ ঘটনাস্থলে পায়নি। তার আগেই চিকিৎসার কথা বলে লাশ সরিয়ে ফেলা হয়। তবে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সড়ক ও জনপথ বিভাগের কাঁচপুর অফিসের নির্বাহী প্রকৌশলী অমিত চক্রবর্তী জানান, অধিগ্রহণকৃত জমিতে সীমানা নির্ধারণ করে দিয়েছি। আমরা এ জমিতে কাজ করতে নিষেধ করেছি। জসিম যদি এ জমিতে কোনো স্থাপনা করে তাহলে এটা অবৈধ হবে। আমাদের জায়গা কোনোক্রমেই দখল করতে দেওয়া হবে না।
 

রূপালী বাংলাদেশ

Link copied!