বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। মো. মারুফ হাসান মুন্না দ্বিতীয় হয়ে ‘কমখুল পদক’ এবং মো. হাসান আলী তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ অর্জন করেন।
২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ৪১৭ জন নবীন নাবিক নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন।
ভাষণে প্রধান অতিথি স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণ করেন। পাশাপাশি জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি নবীন নাবিকদের উদ্দেশে দেশের সমৃদ্ধি ও সম্ভাবনার কথা তুলে ধরে সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনীতিতে নৌবাহিনীর গুরুত্বের কথা উল্লেখ করেন।
নৌবাহিনী প্রধান বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনীর জন্য প্রতিটি সদস্যকে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। তিনি নবীন নাবিকদের দেশসেবার মহান দায়িত্ব পালনে দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির আহ্বান জানান। ভবিষ্যতে বাংলাদেশের বিস্তৃত সমুদ্রসীমা রক্ষা এবং নতুন বাংলাদেশ গঠনে নবীন নাবিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন