আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঠিকানা পরিবর্তনসহ সব ধরনের তথ্য সংশোধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, আজ বিকেল ৪টার পর থেকে এনআইডি সংক্রান্ত ঠিকানা পরিবর্তন, তথ্য সংশোধন বা যেকোনো আপডেটের কাজ বন্ধ রাখা হয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনকে ঘিরে এনআইডিতে ভুল তথ্য সংযোজন, পরিবর্তন বা কোনো ধরনের অপব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতে ভোটার তালিকায় অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঠেকানো জরুরি-এ কারণে সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে এনআইডি সংশোধন চালু থাকলে ভুল তথ্যের সুযোগ তৈরি হতে পারে, যা ভোটার তালিকা ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে। তাই নিরাপদ ও নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে সাময়িক স্থগিতাদেশই সর্বোত্তম সমাধান হিসেবে বিবেচিত হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন