এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। মঙ্গলবার চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে ব্রুনেইকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
এর মধ্য দিয়ে টুর্নামেন্টে ধারাবাহিক দ্বিতীয় জয়ের স্বাদ পেল লাল-সবুজের তরুণরা। এর আগে প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ।
খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে ব্রুনেই রক্ষণভাগ। প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নেয় লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে আরও চার গোল যোগ করে জয় নিশ্চিত করেন তরুণ ফুটবলাররা।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন রিফাত কাজী ও অপু রহমান। এছাড়া একটি করে গোল করেছেন মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদা ও বায়েজিদ বোস্তামি। পুরো ম্যাচজুড়ে মাঝমাঠ থেকে শুরু করে আক্রমণভাগ—সব জায়গাতেই বাংলাদেশের ছিল আধিপত্য।
গ্রুপে ছয় দল থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশ ও ব্রুনেই ছাড়া অন্য কেউ দুই ম্যাচ খেলেনি। আগামী বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ দুই প্রতিপক্ষ শক্তিশালী বাহরাইন ও স্বাগতিক চীন।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই আগামী বছরের মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
১৬ দল নিয়ে মূল পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯টি দল ইতোমধ্যে মূল পর্ব নিশ্চিত করেছে, বাকি ৭ দল যাবে বাছাইপর্ব থেকে। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে এর আগে দু’বার এবং অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চারবার এশিয়ান কাপে খেলেছে বাংলাদেশ। তবে কোনোবারই গ্রুপপর্ব পেরোতে পারেনি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন