সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:০৭ পিএম

মারা গেছেন অভিনেতা ধর্মেন্দ্র

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:০৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রয়াত হলেন অভিনেতা ধর্মেন্দ্র। আজ সকালে ভারতরে মুম্বাইয়ে ৮৯ বছর বয়সে মারা যান এই আইকনিক অভিনেতা।

বেশ কয়েকদিন ধরেই ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে গভীর ধোঁয়াশা। গভীর সংকটে ধর্মেন্দ্র, নাকি সত্যিই মৃত্যু হয়েছে মেগাস্টারের? কিছুদিন আগেই খবর ছড়ায়- মৃত্যু হয়েছে অভিনেতার। তবে সেই খবর সত্যি নয় বলে দাবি করেছিলেন হেমা মালিনী ও এষা দেওল।

তবে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আচমকাই তার বাড়ি থেকে বেরোতে দেখা যায় একটি অ্যাম্বুলেন্সকে। দুপুরেই ভিলে পার্লে শ্মশানে দেখা যায় হেমা মালিনী, এষা দেওল, সানি দেওল, ববি দেওল ও আমির খানকে। সাদা পোশাকে দেখা যায় তাদের। এরপরেই সামনে আসে দুঃসংবাদ। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন পরিচালক করণ জোহর।

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে শোকের ছায়ায় ঢেকেছে গোটা ইন্ডাস্ট্রি। ৮৯ বছর বয়সে তার মৃত্যুতে গভীর ভাবে ভেঙে পড়েছেন পরিচালক করণ জোহর। ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রর একটি সাদা-কালো ছবি শেয়ার করে করণ লেখেন, “একটি যুগ শেষ হলো।” ভারতীয় সিনেমার এক মহাগৌরবময় অধ্যায় যে আজ বন্ধ হয়ে গেল, সেই শোকই ফুটে উঠেছে তার কথায়।

সোশাল মিডিয়ায় করণ লেখেন, “এ এক যুগের অবসান… এক বিশাল মেগা-স্টার… মূলধারার সিনেমায় ‘নায়ক’ শব্দটার প্রকৃত রূপ ছিলেন তিনি। অবিশ্বাস্য রূপবান, অনন্য ব্যক্তিত্বময় এবং এক রহস্যময় স্ক্রিন ম্যাজিক...তিনি ছিলেন এবং থাকবেন ভারতীয় সিনেমার প্রকৃত কিংবদন্তি, চিরকাল ইতিহাসের পাতায় উজ্জ্বল।”

অভিনেতা হিসেবে নয়, মানুষ হিসেবে ধর্মেন্দ্রকে স্মরণ করে করণ লিখেছেন, “তিনি ছিলেন অসাধারণ মানুষ। সবাই তাকে ভালোবাসতেন। তিনি সবার জন্যই বরাবর ভালোবাসা, শুভেচ্ছা আর ইতিবাচকতা নিয়ে থাকতেন। শুধু ভালোবাসা আর ইতিবাচকতা বিলিয়েছেন সবাইকে. তার আশীর্বাদ, তার আলিঙ্গন, তার উষ্ণতা- কথায় বোঝানো যাবে না।”

করণ জোহর আরও জানান, “আজ আমাদের ইন্ডাস্ট্রিতে এক গভীর শূন্যতা তৈরি হলো। এটা এমন এক শূন্যতা, যা কেউ কখনো পূরণ করতে পারবে না…চিরকাল একটাই ধরমজি থাকবেন। আমরা আপনাকে ভালোবাসি…আপনাকে বড্ড মিস করব।”

‘হি-ম্যান’ ‘ধরম জি’ -এই স্নেহভরা নামেই পরিচিত ছিলেন ধর্মেন্দ্র। ছয় দশকেরও বেশি সময়ে অসংখ্য আইকনিক চরিত্র উপহার দিয়ে গিয়েছেন দর্শকদের। তার প্রয়াণে শোক বার্তা ভাসছে সোশ্যাল মিডিয়া। ভক্ত, সহকর্মী ও বলিউড পরিবার সবাইকে স্পর্শ করেছে এই অপূরণীয় ক্ষতি।

রূপালী বাংলাদেশ

Link copied!