চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার হাওলি ইউনিয়নের লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে সেলিম (১৬) ও একই গ্রামের তারিখের ছেলে তানজিল (১৬)। সোমবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার কাদিপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেলে সেলিম ও তানজিল মোটরসাইকেলযোগে কাদিপুরের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিম। স্থানীয়রা তানজিলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, মোটরসাইকেলটি দ্রুতগতিতে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন