বাংলাদেশ ফুটবল লিগে আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ। মৌসুমের প্রথম আবাহনী-মোহামেডান ম্যাচে ৩-২ গোলে জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিন গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত লড়াই করে আবাহনী।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই দ্বৈরথে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধে আরও একবার আবাহনীর জালে বল পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করে সাদা-কালো শিবির।
তবে হাল না ছেড়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের আভাস দিয়ে ২ গোল শোধ করে আবাহনী। শেষ পর্যন্ত মোহামেডান জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের ২০ মিনিটেই মোহামেডানকে এগিয়ে দেন রহিম উদ্দিন। নিজেদের অর্ধ থেকে মোজাফফর মোজাফফরভের লম্বা পাস ধরে স্যামুয়েল বোয়াটেং বলের দখল হারালেও, পেছন থেকে আসা রহিম উদ্দিন আবাহনীর অরক্ষিত গোলপোস্ট পেয়ে সহজেই বল জালে জড়িয়ে দেন। আবাহনী গোলরক্ষক মিতুল মারমাকে কোনো সুযোগ দেননি এই ফরোয়ার্ড।
এরপর ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল কেকে। মোজাফফর মোজাফফরভের কর্নার কিক থেকে উড়ে আসা বলে দারুণ ফিনিশিংয়ে তিনি গোলটি করেন।
বিরতির পর ৫৮ মিনিটে মোহামেডানের পক্ষে তৃতীয় গোলটি করেন স্যামুয়েল বোয়াটেং। জাহিদ হাসানের ক্রস থেকে দুর্দান্ত হেডে তিনি আবাহনীর জাল কাঁপান, যা মোহামেডানের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে।
৩ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালায় আবাহনী লিমিটেড। ৭২ মিনিটে সেই চেষ্টার ফসল আসে। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে বক্সের বাইরে থেকে সরাসরি শটে লক্ষ্য ভেদ করে এক গোল শোধ করেন পাপন সিং।
ম্যাচের ৭৮ মিনিটে লড়াই আরও জমিয়ে তোলেন শেখ মোরছালিন। আল-আমিনের ক্রস মোহামেডানের রক্ষণদেয়ালে লেগে দিক পরিবর্তন করলে সেই বল পেয়ে গোল আদায় করে নেন মোরছালিন। স্কোরলাইন হয় ৩-২। শেষদিকে আবাহনী আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও, মোহামেডানের রক্ষণ তা প্রতিহত করে দেয়। চলতি মৌসুমে এটি মোহামেডানের প্রথম জয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন