‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’—এই স্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম দৈনিক রূপালী বাংলাদেশ সফলভাবে প্রথম বছর অতিক্রম করেছে। নবযাত্রার এক বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসে কেক কেটে আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্যুরো প্রধান জালাল উদ্দিন সাগর, স্টাফ রিপোর্টার মো. সাহাব উদ্দিন, দৈনিক দিনকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল, ৭১ টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পি, ডেইলি ক্যাম্পাসের ব্যুরো প্রধান মুহাম্মদ আজাদ, দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান এম তৌহিদুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক রূপালী বাংলাদেশ ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও পত্রিকাটি প্রিন্ট ও অনলাইন দুই মাধ্যমেই আরও এগিয়ে যাবে।

-20251126173922.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন