বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৮:৩০ পিএম

চাঁদপুর জেনারেল হাসপাতালে শিশু রোগীর চাপ বৃদ্ধি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৮:৩০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে হঠাৎ করেই শিশু রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১৯ নভেম্বর থেকে এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে চার শতাধিক শিশু। শিশু ওয়ার্ডের শয্যাসংখ্যার তুলনায় তিন গুণেরও বেশি রোগী থাকায় চিকিৎসক ও নার্সরা চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন।

শিশু ওয়ার্ডে শয্যাসংকট দেখা দেওয়ায় ওয়ার্ডের পাশাপাশি করিডোর, বারান্দা ও মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে মোট ৩৯৬ জন। এর মধ্যে ২১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। ৪ জন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে ১৪০ জন শিশু।

এদের অধিকাংশই জ্বর, সর্দি-কাশি, ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, ব্রংকিওলাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

হাসপাতালের সহকারী অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আসমা বেগম বলেন, ‘শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত জটিলতা বৃদ্ধি পাচ্ছে। শিশুদের উষ্ণ রাখতে হবে, গরম কাপড় পরাতে হবে এবং প্রয়োজন ছাড়া বাইরে না নেওয়াই ভালো। এ ছাড়া জ্বর-ঠান্ডা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।’

তিনি আরও জানান, ‘বাড়তি রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত শয্যা বাড়ানো, নার্সিং স্টাফ বৃদ্ধি এবং চিকিৎসা সেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’

Link copied!