দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রার এক বছর পূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টায় ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়া রূপালী বাংলাদেশ পত্রিকা প্রতিষ্ঠার পর থেকেই সারা দেশে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। ‘নতুন সময়, নতুন দিন—মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগান ধারণ করে পত্রিকাটি অগ্রগতির পথে এগিয়ে চলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। এ ছাড়া ইব্রাহীম খান সাদাত, বেলাল, মুজিবুর, মোজাম্মেল, পারভেজ, অপু, উজ্জ্বল চক্রবর্তীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা রূপালী বাংলাদেশ পত্রিকার পথচলার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের সমাপ্তি ঘটে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন