গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উত্তর পাড়া এলাকায় তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে।
সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ৯টার দিকে মীর সিরামিক্স কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় লোকজনের ভাষ্য, সকালে ঢাকাগামী একটি ড্রামট্রাক দ্রুতগতিতে এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। সে সময় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি প্রাইভেটকার ও একটি পিকআপ। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি প্রথমে প্রাইভেটকারের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার শক্তিতে প্রাইভেটকারটি সামনে থাকা পিকআপের দিকে গিয়ে আটকে পড়ে। ঠিক সে মুহূর্তে পিকআপের সামনে থাকা একটি যাত্রীবাহী বাস হঠাৎ ব্রেক করলে পিকআপটি বাসে আঘাত করে আবার পেছনের প্রাইভেটকারের ওপর উঠে আসে। মুহূর্তের মধ্যে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে একেবারে বিকৃত হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেন এবং পুলিশকে খবর দেন।
মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ূব আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। যান চলাচল স্বাভাবিক আছে। মূলত দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোয় প্রাইভেটকার ও পিকআপে পরপর ধাক্কা লাগে। সৌভাগ্যক্রমে হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাক, প্রাইভেটকার ও পিকআপ সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন