লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হাসমত উল্লাহ (৭২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হাসমতের দুই ভাতিজা তোফায়েল ও মোহনসহ তাদের ভাড়াটে লোকজন তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ নিহতের পরিবারের।
এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজী বাড়িতে অভিযুক্তদের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিহতের স্বজনরা। নিহত হাসমত বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজী বাড়ির বাসিন্দা। অভিযুক্ত তোফায়েল ও মোহন একই বাড়ির আমানত উল্লার ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ ও স্থানীয়রা জানায়, সোমবার (০১ ডিসেম্বর) রাতে ভাড়া করা লোকজন নিয়ে তোফায়েল ও মোহন তার চাচা হাসমতের ওপর হামলা করেন। এ সময় তাকে লঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় হাসমতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যার ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তদের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নিহতের পরিবারের লোকজন। পরে লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহতের ছেলে মো. মাসুদ বলেন, একাধিকবার জমি নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা শান্ত হননি। তারা পরিকল্পিতভাবে আমার বাবার ওপর হামলা চালিয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই। ঘটনার পর থেকে তোফায়েল ও মোহন আত্মগোপনে রয়েছে। এজন্য চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় কেউ আটকও নেই। অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও জানা নেই।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন