চাঁপাইনবাবগঞ্জে আমেরিকার তৈরি একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ রয়েল হাসান অরণ্য (৩৫) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর রেহায়চরের টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
রয়েল হাসান অরণ্য শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত আল মামুনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজায় চেকপোস্ট চলাকালীন শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী সিএনজিতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ একজনকে আটক করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

-20251202191110.webp)
-20251202190113.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন