সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় দুই জন চোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার হাটিকুমরুল গরুর হাটের পাশে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে দুই চোর।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী গ্রামের জুয়েল রানা (২০) এবং উল্লাপাড়া উপজেলার রতনকান্দি গ্রামের নূর নবী (২২)।
স্থানীয়রা জানিয়েছেন, উল্লিখিত দুই ব্যক্তি ঘটনার সময় হাটিকুমরুল গরুর হাটের পাশে ট্রান্সফরমার লাগানো বৈদ্যুতিক খুঁটিতে ওঠার চেষ্টা করছিল। উপস্থিত লোকজন টের পেয়ে তাদের ধরে ধোলাই দিয়ে সলঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেন। ধৃত ব্যক্তিরা ট্রান্সফরমার চুরির সঙ্গে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সলঙ্গা থানার উপপরিদর্শক ব্রজেশ্বর কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জনতার হাতে আটক উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে। এদেরকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’


-20251203164046.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন