ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) এন এম ইশফাকুল কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের দণ্ডাদেশ প্রদান করেন।
ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদের নেতৃত্বে একটি টিম সকাল ১১টায় পীরগঞ্জ উপজেলার সেনুয়া নাপিতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবন ও বিক্রি করার সময় ৭ জনকে আটক করা হয়। অভিযানে ৩০টি ট্যাবলেট এবং মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।
দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত জয় ও সুজন নামে দুই যুবককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন, এবং নয়ন, স্বপন, আশরাফুল, সোহরাব ও ডলারকে ৩ মাস করে কারাদণ্ড দেন।
এ ছাড়া তাদের প্রত্যেককে ১,৪০০ টাকা জরিমানা করা হয়। পরে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন