জয়পুরহাটের কালাইয়ে সিএনজি ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছামছদ্দিন (৫০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাতিয়র–দুরুঞ্জ সড়কের মাঝামাঝি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ছামছদ্দিন কালাই উপজেলার বানিহাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ছামছদ্দিন অটোভ্যান নিয়ে কালাই থেকে দুরুঞ্জের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত ছামছদ্দিনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কালাই থানার এসআই তোফায়েল হাসান বলেন, ‘দুরুঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক মারা গেছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন