আজকের দিনে ক্রিকেট ইতিহাসে কিছু স্মরণীয় ঘটনা ঘটেছে। বিভিন্ন সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের তারকারা নিজেদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছেন।
ক্রিকেট ইতিহাসের পাতায় ০৩ ডিসেম্বর দিনটি এক বিচিত্র ও ঘটনাবহুল অধ্যায়। ক্রিকেটের মাঠে আজকের দিনটি অনেক স্মরণীয় মুহূর্তের জন্য ইতিহাসে জায়গা করে নিয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো।
১. মার্ক বাউচার (১৯৭৬)
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি উইকেটকিপার মার্ক বাউচারের আজ জন্মদিন। তিনি টেস্টে সর্বোচ্চ ৫৫৫টি উইকেটকিপিং ডিসমিসাল রেকর্ডধারী। ১৯৯৭-৯৮ মৌসুমে ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আবির্ভূত হন।
টেস্টে পাঁচটি সেঞ্চুরি করেছেন এবং ওয়ানডেতে দ্রুততম শতকের মধ্যে একটিও করেছেন। ২০১২ সালে ইংল্যান্ড সফরের আগে অবসরের ঘোষণা দেন, তবে এক দুর্ঘটনার কারণে আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
২. মিথালি রাজ (১৯৮২)
ভারতের মহিলাদের ক্রিকেটের অন্যতম ব্যাটসম্যান মিথালি রাজও আজ জন্মেছেন। মাত্র ১৯ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৪ রান করে দেশের ক্রীড়া ইতিহাসে নাম লেখান।
২০০৫ সালে ভারতের প্রথম নারী বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দেন এবং ২০০৬ সালে ইংল্যান্ডে প্রথম সিরিজ জয় নিশ্চিত করেন। ওয়ানডেতে ৬,০০০ রান পেরোনোর পর, ২০২৩ সালে ৩৯ বছর বয়সে অবসর নেন।
৩. ট্রেভর বেইলি (১৯২৩)
ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ট্রেভর বেইলি আজ জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্যাটিং ও বোলিং দু’টোতেই দক্ষ ছিলেন এবং প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে ধীর গতির অর্ধশতক (৩৫৭ মিনিটে) রেকর্ড করেছিলেন।
১৯৫৩ সালে লর্ডসে ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ড্র ম্যাচ খেলার মাধ্যমে আসেস ফিরিয়ে আনেন।
৪. লেস এমস (১৯০৫)
ইংল্যান্ডের সবচেয়ে সফল উইকেটকিপার-ব্যাটসম্যান লেস এমসও আজ জন্মগ্রহণ করেছিলেন। ১৯২৬ থেকে ১৯৫১ পর্যন্ত ৩৭,০০০-এর বেশি রান করেছেন এবং প্রথম ও একমাত্র উইকেটকিপার হিসেবে ১০০টি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করেছেন।
৫. কেন ফানস্টন (১৯২৫)
দক্ষিণ আফ্রিকার মধ্যম ক্রমে দায়িত্বশীল ব্যাটসম্যান কেন ফানস্টনও আজকের দিনে জন্মেছিলেন। ১৮টি টেস্টে অংশ নিয়েও সেঞ্চুরি করতে পারেননি, তবে গুরুত্বপূর্ণ রান দিয়ে দলের পক্ষে অবদান রেখেছেন।
অন্যান ম্যাচ ও রেকর্ডসমূহ
২০০৭ – মুথিয়া মুরালিধরনের রেকর্ড : শ্রীলঙ্কার কিংবদন্তি বোলার মুথিয়া মুরালিধরন ক্যান্ডিতে শেন ওয়ারের রেকর্ড ছাপিয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট রেকর্ড অর্জন করেন। তিনি পল কোলিংউডকে আউট করে ৭০৯তম উইকেট নেন।
২০০০ – অস্ট্রেলিয়ার রেকর্ড জয়: অস্ট্রেলিয়া পার্থে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৭ রানে হারিয়ে ১২তম ধারাবাহিক টেস্ট জয় নিশ্চিত করে।
১৯৯৭ – পাকিস্তানের সিরিজ জয়: পাকিস্তান ৩৯ বছরের মধ্যে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করে।
১৯৯৬ – অস্ট্রেলিয়ার বিপর্যয়: শেন ওয়ারের চমৎকার বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম দুই টেস্টে পরাজয় হয়।
১৯৩১ – ডন ব্র্যাডম্যানের প্রদর্শনী: গাব্বায় প্রথম টেস্টে ডন ব্র্যাডম্যান ২২৬ রান করেন এবং দক্ষিণ আফ্রিকা ইনিংসে হারতে বাধ্য হয়।
আজকের দিনটি ক্রিকেট ইতিহাসে একাধিক স্মরণীয় ঘটনার সাক্ষী। ২২ গজে ব্যাট ও বল হাতে সাফল্য, রেকর্ড এবং অবিশ্বাস্য মুহূর্তগুলো ক্রিকেটপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন