আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের আগে নিজেদের সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ ইতিমধ্যেই শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া টুর্নামেন্টের সূচিও ঘোষণা করা হয়েছে।
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। দলের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।
বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। নেপাল ও ইতালির সঙ্গে খেলতে হবে টাইগারদের, পাশাপাশি সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও মাঠে নামতে হবে।
লিটন দাস বলেন, আয়ারল্যান্ড সিরিজের আগে থেকেই বিশ্বকাপের দল নির্ধারণ করা হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই দল প্রস্তুত ছিল। খেলোয়াড়রাই ধারাবাহিকভাবে জাতীয় দলের হয়ে খেলছে। এখন তারা বিপিএলে খেলুক, এরপর জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো করলে আমি খুশি হব।
সম্ভাব্য বিশ্বকাপ দল
টপ অর্ডার: তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী
মিডলঅর্ডার/অলরাউন্ডার: মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম পাটোয়ারী, সাইফউদ্দিন
স্পিনার: শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ
পেস বোলার: মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ
বাংলাদেশ দল (সম্ভাব্য)
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান/মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম/সাইফউদ্দিন, তাসকিন আহমেদ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন