চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই জয়ে বিশেষ ভূমিকা রেখেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, যিনি মাত্র ৩ ওভারে ১১ রানে ৩ উইকেট নেন।
আইসিসি’র হালনাগাদ র্যাঙ্কিংয়ে মোস্তাফিজ দুই ধাপ উন্নতি করে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৮ নম্বরে পৌঁছেছেন। তার রেটিং পয়েন্ট ৬৬৫।
মোস্তাফিজের সঙ্গে আরও কয়েকজন বাংলাদেশি বোলারও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ যথাক্রমে ১৪, ১৯ ও ২৫ নম্বরে অবস্থান করছেন। মেহেদী ও রিশাদ আয়ারল্যান্ড সিরিজে চারটি করে উইকেট নিয়েছেন, যেখানে মেহেদী সিরিজসেরার পুরস্কার পেয়েছেন।
ব্যাটিং বিভাগে পারভেজ হোসেন ইমন ২১ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন। তাওহীদ হৃদয় পাঁচ ধাপ এগিয়ে ৪২ নম্বরে অবস্থান করছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৮৯ রান করা হৃদয়কে আইসিসি ব্যাটার র্যাঙ্কিংয়ে তার অবস্থান দিয়েছে।
অধিনায়ক লিটন দাস ও তানজিদ হাসান তামিম কিছুটা পিছিয়েছেন। গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে তানজিদ খেলেছেন ৩৬ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংস এবং ফিল্ডিংয়ে ধরেছেন পাঁচটি ক্যাচ।
র্যাঙ্কিংয়ে ভারতের বরুণ চক্রবর্তী এখনও শীর্ষে। বোলারদের মধ্যে আবরার আহমেদ চার ধাপ উন্নতি করে চার নম্বরে উঠে এসেছেন। ত্রিদেশীয় সিরিজে ফাইনালসেরা ও সিরিজসেরা পুরস্কার অর্জন করেছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ।
অলরাউন্ডারদের তালিকায় সাইম আইয়ুব এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে তিনটি করে উইকেট নিয়েছেন সাইম ও সিকান্দার রাজা, যেখানে রাজা করেছেন ১৪১ রান এবং সাইমের ব্যাট থেকে এসেছে ১১৮ রান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন