শেরপুরের নালিতাবাড়ীতে দীর্ঘ ২৪ বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো উপজেলা পাবলিক লাইব্রেরি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে উপজেলা পরিষদের প্রাঙ্গণে স্থাপিত একটি কক্ষে লাইব্রেরিটি চালু করা হয়। দীর্ঘদিন পর লাইব্রেরি চালু হওয়ায় বইপ্রেমীরা আনন্দে উচ্ছ্বসিত।
উপজেলা পরিষদ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে উপজেলা পাবলিক হলের দোতলায় লাইব্রেরির কার্যক্রম শুরু হয়। পরে ১৯৯৬ সালে পাবলিক হলের পাশে একতলা বিশিষ্ট একটি কক্ষ নির্মাণ করে সেটিকেই লাইব্রেরির স্থায়ী ভবন হিসেবে ব্যবহার করা হয়।
শুরুর দিকে উপজেলা পরিষদের বরাদ্দ থেকে মাসিক এক হাজার টাকা সম্মানীতে কামরুজ্জামান নামের একজন ব্যক্তি গ্রন্থাগারিক হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে উপজেলা পরিষদের অসহযোগিতা এবং সম্মানি নিয়মিত না পাওয়ায় ২০০১ সালে তিনি দায়িত্ব ছাড়েন।
এরপর আর কোনো গ্রন্থাগারিক নিয়োগ না হওয়ায় প্রায় ২৪ বছর লাইব্রেরির কার্যক্রম বন্ধ থাকে। পরে ভবনের একটি অংশ ইসলামী ফাউন্ডেশনের কাছে ভাড়া দেওয়া হয়।
দীর্ঘদিন বন্ধ থাকায় অযত্ন-অবহেলায় লাইব্রেরির উপন্যাস, কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাসসহ নানা মূল্যবান বই, বেতার ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
পৌরসভার অর্থায়নে লাইব্রেরি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, থানা ওসি মো. সোহেল রানা প্রমুখ।
কলেজ শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, ‘আমরা ছোটবেলা থেকে শুনতাম এখানে একসময় লাইব্রেরি ছিল। লাইব্রেরিটি চালু হওয়ায় খুব ভালো লাগছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন